ঢাকা, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট মন্তব্যের কড়া জবাব দিল চীন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ৩০ ১৫:৪৭:৩৮
মার্কিন প্রেসিডেন্ট মন্তব্যের কড়া জবাব দিল চীন

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চীন প্রসঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় চীনের ভূমিকায় তা প্রমাণ হয়েছে আগামী নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বার তার জয় ঠেকাতে বেইজিং যেকোনও কিছু করতে পারে। চীনের ওপর বাণিজ্য ও অন্যসব ইস্যুতে যে চাপ তিনি তৈরি করেছেন তা শিথিল করতে বেইজিং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জবাব দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুহাং। মার্কিন নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বেইজিং আশা করে আমেরিকানরা এই নির্বাচনের মধ্যে চীনকে জড়াবে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে