ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আজ যে সময়ে নিলামে উঠছে হুমায়ুন ফরীদির চশমা, দেখুন ভিডিও

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ৩০ ১৪:০৭:২৪
আজ যে সময়ে নিলামে উঠছে হুমায়ুন ফরীদির চশমা, দেখুন ভিডিও

আরও জানান, #HF001 এই কোড নিয়ে বিশেষ এই চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। রাত ১১টার লাইভে অংশ নিয়ে সর্বোচ্চ মূল্য যিনি তুলবেন, তিনিই হবেন এই চশমার গর্বিত মালিক।

যেমনটা হয়েছে এর আগে সাকিব আল হাসানের ব্যাট ও তাহসানের অ্যালবামকে ঘিরে।হুমায়ুন ফরীদির চশমাটি নিলামে তোলা প্রসঙ্গে ‘অকশন ফর অ্যাকশন’ সংশ্লিষ্টদের অভিব্যক্তি এমন, ‌‘আমরা ভাগ্যবান, আমাদের সময়ে হুমায়ুন ফরীদিকে পেয়েছিলাম। এই ক্ষণজন্মা মানুষটি এখন আমাদের মাঝে না থাকলেও তার কালজয়ী কাজগুলো যুগ যুগ ধরে টিকে থাকবে আমাদের অনেক পরের জেনারেশান পর্যন্ত। করোনাভাইরাসের দাপটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পরিবার এগিয়ে এসেছে। তার বহুল ব্যবহৃত চশমাটি নিয়ে আমাদের উদ্যোগে অংশ নিয়েছে। আমরা কৃতজ্ঞ তার পরিবারের সদস্যদের প্রতি।’জানা যায়, বিশ্বের যেকোনও প্রান্ত থেকে এই নিলামে অংশ নেওয়া যাবে।‘অকশন ফর অ্যাকশন’-এর এই উদ্যোগের পুরোটাই দেখভালের দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা।

করোনা দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে গত ২২ এপ্রিল প্রথম নিলামে তোলা হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে