ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সাঈদীর মুক্তির জন্য অনলাইন প্রচারণা চালাতে কমিটি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৯ ২০:২৯:৪৮
সাঈদীর মুক্তির জন্য অনলাইন প্রচারণা চালাতে কমিটি

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে দেশের সকল জেলা ও মহানগরী আমিরসহ বিশ্বের নানাদেশে অবস্থানরত দায়িত্বশীল নেতাদের উদ্দেশে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

অনলাইনে সাঈদী মুক্তির প্রচারণার বিশেষ এ কমিটির বাকি সদস্যরা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দীন, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও ছাত্র শিবির সভাপতি সিরাজুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২ মে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি দিবস। ওইদিন দুনিয়াব্যাপী একটা অনলাইন ক্যাম্পেইন হবে।’তিনি আরও বলেন, ‘সাঈদী বার্ধক্যে এসে গেছেন। ১০ বছর তিনি জেলে থাকলেন। হার্টে রিং পরানো। সরকারের উচিত তার প্রতি মানবিক দায়িত্ব পালন করা । জনমত গঠিত হলে জনমতের প্রতি সরকার শ্রদ্ধা দেখাবে বলে আশা করি।’

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৪ সালের সেপ্টেম্বরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তবে পরে উচ্চ আদালতে আপিল করা হলে আদালত তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়। ডায়েবেটিসসহ নানা জটিল রোগে ভোগায় রায়ের পর থেকে বারডেমের সেলেই আছেন সাঈদী।-বাংলা ট্রিবিউন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে