ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

সাবধানঃ ঢাকা থেকে যে অঞ্চলে পালিয়ে গেল করোনায় আক্রান্ত যুবক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৯ ১৯:২৩:১৪
সাবধানঃ ঢাকা থেকে যে অঞ্চলে পালিয়ে গেল করোনায় আক্রান্ত যুবক

আজ দুপুরে স্বাস্থ্য বিভাগ সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামে তাদের সন্ধান পায়। যা দেশে বেশি পরিমানে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় দুটি বাড়ি লকডাউন করে লাল পতাকা উড়িয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনায় আক্রান্ত সেই কিশোরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। কিশোরের বাড়িসহ দুটি ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গত ১৮ এপ্রিল বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামের এক ব্যক্তি তার ১৩ বছর বয়সের কিশোর ছেলেকে হৃদরোগের চিকিৎসা করাতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছয়দিন পর ১৯ এপ্রিল ওই কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়। আইইডিসিআরের রিপোর্ট আসার আগেই গত (২৬ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে ওই কিশোরকে নিয়ে তার পরিবার পালিয়ে বাগেরহাটে চলে আসেন।

তিনি আরো বলেন, করোনা আক্রান্ত ওই কিশোরকে হাসপাতালে ভর্তি না করে পালিয়ে যাবার বিষয়টি মঙ্গলবার (২৮) রাতে হৃদরোগ ইন্সটিটিউট থেকে বাগেরহাট জেলা প্রশাসনকে অবহিত করে। এরপর শুরু হয় করোনা আক্রান্ত ওই কিশোরসহ তার পরিবারের সন্ধান। পরে হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমাদের জানানো হলে বুধবার সকালে প্রশাসনের সহযোগিতায় তাদের সন্ধান পাওয়া যায়। সেখানে গিয়ে করোনা আক্রান্ত কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। কিশোরটি সুস্থ স্বাভাবিক রয়েছে। তার চিকিৎসা বাড়ি রেখেই দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির আরো বলেন, ওই কিশোরের পরিবার ও তার সংস্পর্শে নারী পুরুষ মিলিয়ে ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে কিশোরের অবস্থা আগের থেকে ভালো এবং তার রক্তের নমুনাও সংগ্রহ করে পাঠানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে