ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

জেনে নিন সৌদিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা যত জন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৮ ২২:৪১:৩৮
জেনে নিন সৌদিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা যত জন

সৌদিতে আজ একদিনে আক্রান্ত ১,২৬৬ আজ কোভিড-১৯ আক্রান্তদের মাঝে মারা গেছেন মোট ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল মোট ১৫২ জনে।

আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ২৫৩ জন। এ নিয়ে সৌদিতে মোট সুস্থ হলেন ২৭৮৪ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে সৌদি আরবের করোনা রোগীদের মধ্যে মাত্র ১৬% সৌদি নাগরিক, বাকি ৮৪% বিদেশী নাগরিক ও প্রবাসী।

বাংলাদেশ দূতাবাস প্রদত্ত তথ্য অনুযায়ী পর্যন্ত সৌদিতে এখন পর্যন্ত ১৮ জন প্রবাসী বাংলাদেশী কোভিড-১৯ আক্রান্ত হয়ে নিহত হয়েছেন।

সৌদি আরবে আজ কোন অঞ্চলে কতজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা নীচে দেওয়া হল :

রিয়াদ ১৭১ মক্কা ৩২৭ মদিনা ২৭৩ জেদ্দা ২৬২ দাম্মাম ৩৫ বুরাইদা ৪ জুবাইল ৫৮ হুফুফ ৫ তায়েফ ৩২ তাবুক ২৯ আজ জুলফি ১৮ কাতিফ ৪ খোবার ৭ হাইল ৩ বুরাইদা ৮ খুলাইছ ৯ আদুম ৩ রাস তানুরা ৪ বিশা ২ ইয়ানবু ২ আল মাজদারিয়াহ ২ আল জাফর ২ দিরিয়াহ ২ এ ছাড়া বাকিক,খামিস,আবহা,হাফার বাতেন,দালেম,সাবয়া,দাহরান,সাজির, ওয়াদি আল দাওয়াসির, সাকাকা হাইলে যথাক্রমে ১ জন করে নতুন করোনা রোগী সনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়।

সৌদি আরবে করোনায় নিহত সর্বশেষ বাংলাদেশী হলেন মোহাম্মদ সেলিম। তিনি ফেনীর সোনাগাজি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের অধিবাসী।

বিগত ২৫ বছর ধরে মোহাম্মদ সেলিম জেদ্দায় বসবাস করে আসছেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের পিতা।

বেশ কিছুদিন আগে তার সর্দিকাশি ও হাঁচি দেখা দিলে তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান, এবং সেখানে তার করোনা পজিটিভ ধরা পরে।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৭ এপ্রিল) তিনি মৃত্যুবরণ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে