ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সাবধান সৌদিতে বাংলাদেশী প্রবাসীরাঃ একদিনে করোনা শনাক্ত ১২৮৯ জন

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৮ ২০:৫২:০৭
সাবধান সৌদিতে বাংলাদেশী প্রবাসীরাঃ একদিনে করোনা শনাক্ত ১২৮৯ জন

এর মধ্যে বড় একটি অংশ বিভিন্ন দেশের প্রবাসীরা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে ৩৮ জন বাংলাদেশিসহ এ রোগে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৪ জন।

সৌদি আরবে করোনা মহামারির কারণে প্রায় দু'মাস কর্মহীন থাকা প্রবাসীরা হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন। লকডাউন আর কারফিউর মধ্যে অনেকে বেতন ভাতা না পাওয়ায় এবার রমজান উপলক্ষে দেশে কোনো রেমিটেন্স পাঠাতে পারছেন না।

দেশটির জনগণের স্বার্থে সৌদি সরকার দফায় দফায় লকডাউন, কারফিউর সময়সীমা পরিবর্তন করলেও চেষ্টা করছে জনজীবন স্বাভাবিক রাখতে। তবে কতদিন এভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রবাসীরা। সেইসঙ্গে দেখা দিয়েছে খাদ্য সংকট।

সৌদি আরবে বিদেশি নাগরিকদের মাঝে আইন অমান্যের প্রবণতা এবং ঝুঁকি নিয়ে অবাধে চলাচলের কারণে তাদের মধ্যে সংক্রমণের হার বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ২৯ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সুপারশপসহ নিত্যপ্রয়োজনীয় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে