ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

করোনা নিয়ে তীব্র বাকযুদ্ধ লিপ্ত হলেন মোদি-মমতা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৮ ১৮:০৭:৪৪
করোনা নিয়ে তীব্র বাকযুদ্ধ লিপ্ত হলেন মোদি-মমতা

তা কতদিন স্থায়ী হবে এটা এখনো নিশ্চিত না হলেও আভাস মিলছে ২১ মে পর্যন্ত হতে পারে এর সীমা। এদিকে পশ্চিমবঙ্গে ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে মমতা-মোদি সরকারের মধ্যে চলছে তীব্র বাক-যুদ্ধ।

আগামী ২১ মে পর্যন্ত বাড়তে পারে ভারতের চলমান লকডাউনের সময়সীমা। যদিও ২৫ এপ্রিল থেকে কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে। তবে সবাইকে মেনে চলতে হচ্ছে স্বাস্থ্য বিধি।

লকডাউনের ৩৫তম দিন মঙ্গলবারও থেমে নেই করোনার থাবা। দেশজুড়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোকাবিলায় করণীয় ঠিক করতে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যদিও মমতা বন্দোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী একটা জিনিস ভালো বলেছেন করোনায় আক্রান্তের সংখ্যা বেশি হলে তাকে খারাপ বলা যাবে না। কম হলে তাকে মন্দ বলা যাবে না। খুব ভালো। তারাই যদি সব ঠিক করে দেয় আমাদের দায়িত্ব কি থাকলো।?

তবে পশ্চিমবঙ্গে করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা গোপন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীদল বিজেপি।

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীকে গতকাল বলতে হলো যে করোনা পজেটিভ রোগী বাড়িতে থাকুন। এই মারাত্মক কথাটা মুখ্যমন্ত্রী বেমালুম বলে গেলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে