ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সৌদি সহ সকল দেশের প্রবাসীদের স্বজনদের জন্য দারুন সুখবর

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৬ ২২:৪৩:৫০
সৌদি সহ সকল দেশের প্রবাসীদের স্বজনদের জন্য দারুন সুখবর

এসব মানুষের কাছে সরকার এবং দানশীল ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহায়তা পৌঁছানো হচ্ছে।

এর মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের (সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা) অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। তিনি দৃষ্টি দিয়েছেন প্রবাসী পরিবারের দিকে। প্রবাসী পরিবারের এসএমএস পেয়েই মানবিক সহায়তা নিয়ে তাঁদের ঘরে ঘরে ছুটে চলেছেন এই পুলিশ কর্মকর্তা। প্রতিকূল আবহাওয়া ডিঙিয়ে সমস্যাগ্রস্ত প্রবাসীদের পরিবারে খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলা এই পুলিশ কর্মকর্তা বেশ প্রশংসা কুড়িয়েছেন।

প্রবাসীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলা প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান মোল্যা বলেন, 'আমি ফেসবুকে সাতকানিয়া সার্কেল চট্টগ্রাম আইডিতে খাবার সংকটে থাকা যে কেউ ফোন অথবা এসএমএস করে খাদ্য সহায়তা চাইতে পারেন উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর স্থানীয় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে ফোন আসার পাশাপাশি বেশ কিছু ফোন এসেছে প্রবাস থেকে।

প্রবাসীরা বলছেন, লকডাউনের কারণে আর্থিক লেনদেন বন্ধ, ঘরে পরিবারের সদস্যরা আছে, তারা খাদ্য সংকটের কারণে অভুক্ত আছেন। তাঁদের সহায়তা দরকার। তাঁদের এমন কথার ওপর ভিত্তি করে দ্রুত ওইসব প্রবাসী পরিবারের ঠিকানা সংগ্রহ করে তাঁদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। কোনো ধরনের প্রশংসা কুড়ানোর জন্য নয়, শুধু মানবিক দিক বিবেচনায় নিয়ে আমি এ কাজ করছি।'

খাদ্য সহায়তার আর্থিক সংস্থান নিয়ে হাসানুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এলাকায় সহযোগিতার জন্য আমাদের কাছে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী দিয়েছেন। এর বাইরে আমরা নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।' এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তার এই মহৎ কাজের বিষয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, 'করোনাভাইরাস বাংলাদেশে দেখা দেওয়ার পর থেকে পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা খাদ্য সংকটে থাকা প্রবাসী পরিবারদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।'

উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, 'এই পুলিশ কর্মকর্তা শুরু থেকেই মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে