ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

করোনা নিয়ন্ত্রণে সুখবর আসবে যে মাসে জানালেন নরেন্দ্র মোদি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৬ ২০:৫৬:৪৫
করোনা নিয়ন্ত্রণে সুখবর আসবে যে মাসে জানালেন নরেন্দ্র মোদি

এদিকে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ। করোনার এমন ভয়াবহ সংকটের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে, ত্রাণ বণ্টন ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বির্তক।

রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেডিও ভাষণ ‘মন কি বাত’- এ করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করায় ভারতবাসীকে ধন্যবাদ জানান মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ পুরো দেশের নাগরিক এ লড়াইয়ের সৈনিক। প্রত্যেকেই এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। পুরো দেশের একটাই লক্ষ্য একটাই দিশা সবাই করোনার বিরুদ্ধে একসাথে চলছি।

তবে লকডাউনের ৩৩তম দিনেও, করোনা নিয়ে ১৩০ কোটি মানুষের দেশ ভারতে নেই কোনো আশার আলো। মৃতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই, আক্রান্তের সংখ্যা অতিক্রম করেছে ২৬ হাজার।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়ও ভয়াবহভাবে বিস্তার করছে করোনাভাইরাস। ঘনবসসতিপূর্ণ এলাকায় সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

লকডাউনের মধ্যেও ত্রাণ ও মাস্ক বিতরণ নিয়ে মমতার প্রশাসনের সঙ্গে মোদি সরকারের তীব্র লড়াই শুরু হয়েছে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত প্রতিনিধি দল, ত্রাণ বণ্টন নিয়ে অভিযুক্ত কয়েকটি রাজ্যের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এ পদক্ষেপ নিয়েও চলছে মমতা ও মোদি সরকারের তীব্র লড়াই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে