এবার করোনা নিয়ে সত্য হলো সেই মহিলা গবেষকের ভবিষ্যৎবানী
![এবার করোনা নিয়ে সত্য হলো সেই মহিলা গবেষকের ভবিষ্যৎবানী](https://www.24updatenews.com/thum/article_images/2020/04/26/mohila.jpg&w=315&h=195)
এ দিকে প্রায় এক বছর আগেই করোনা মহামারির আশঙ্কা করেছিলেন উহানের সেই ল্যাবরেটরির এক গবেষকই। উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির অন্যতম প্রধান গবেষক শি ঝেংলি এ আশংকার বানী তুলে ধরেছিলেন।
১১ মাস আগেই সতর্ক করেছিলেন তিনি। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মহামারীর আকার নিতে পারে এ ভাইরাসটি। শি ঝেংলি ও তাঁর গবেষক দল বাদুড় থেকে আসা এ ভাইরাসে গতি প্রকৃতি নিয়ে গবেষণা করছিলেন। বাদুড়ের এই ভাইরাস নিয়ে গবেষণার জন্য ‘ব্যাট ওম্যান হিসবেও পরিচিত তিনি। উহানের ওই ল্যাবেই চলছিল গবেষণা
জানা যায়, এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ৩দিনের মাথাতেই নতুন করোনা ভাইরাসের জিন নিয়ে তথ্য সামনে এনেছিলেন এই মহিলা গবেষক। কিন্তুতাঁকে চুপ করিয়ে রাখেন তাঁর উপদেষ্টারা। ইনস্টিটিউট অফ ভাইরোলজির ডেপুটি ডিরেক্টর শি ও আরও তিন গবেষক মিলে ২০১৯-এর জানুয়ারিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন।
মার্চ মাসে সেই গবেষণা পত্র প্রকাশ্যে আসে। সেখানেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, সার্স, মার্স ও সোয়াইন অ্যাকিউট ডায়েরিয়া সিনড্রোমের পর ফের করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করতে পারে। ওই ৩টি রোগই হয়েছিল করোনা ভাইরাস সস্পর্কিত, যা বাদুড় থেকে আসে। আর এর মধ্যে দুটিই চিন থেকে ছড়িয়ে ছিল। ওই গবেষক বলেছিলেন, ”সার্স কিংবা মার্সের মত করোনা ভাইরাস ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল, আর চিন থেকেই তা ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি।” তিনি আরও বলেছিলেন যে, গোড়া থেকেই সতর্কতা নেওয়া হলে, সংক্রমণ কমানো যেতে পারে। ওই গবেষণাপত্রে স্পষ্ট লেখা ছিল, ”চীনারা তাজা মাংসেই সবে থকে বেশি পুষ্টি বলে মনে করেন। আর এই খাদ্যাভাসই সংক্রমণ ের কারণ হয়ে উঠতে পারে। বেজিং নিউজ-এর তথ্য অনুযায়ী, ২০১৮-তেই শি ও তাঁর গবেষক আবিষ্কার করে যে মানুষ বাদুড় থেকে সরাসরি সংক্রামিত হতে পারে। গত ফেব্রুয়ারিতে শি একটি সাক্ষাৎকারে বলেন, করোনা ভাইরাসের সঙ্গে কোনও সস্পর্ক নেই ল্যাবের। অর্থাৎ গবেষণাগার থেকে ছড়ায়নি ভাইরাস।
চীনও ওই দাবি বারবার উড়িয়ে দিয়েছে। আমেরিকার দাবি, উহানের ওই ল্যাবরেটরি থেকেই লিক হয়ে ছড়িয়ে পড়েছে ‘ভাইরাস। উহানের মাছের বাজারের সঙ্গে ভাইরাসের কোনো সম্পর্ক নেই বলেই মনে করছে বহু বিশেষজ্ঞ। আমেরিকা এই বিষয়ে রীতিমত তদন্ত শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, কীভাবে গোটা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ল তার নিখুঁত তদন্ত করবে আমেরিকা। চীনের ভাইরাস কালচার কালেকশনের কেন্দ্র এই গবেষণাগার। বলা যেতে পারে এটাই এশিয়ার বৃহত্তম ভাইরাস ব্যাংক। যেখানে ১৫০০ ধরনের নমুনা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চলছে। এবোলার মত ভাইরাস নিয়েও গবেষণা করে ওরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ১৪৪ ধারা জারি
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যুক্ত হচ্ছে আরও ৪ ক্রিকেটার
- বাংলাদেশের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কথায় নতুন বার্তা
- বিপিএল শেষ, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- ভিসা বন্ধ ঘোষণা
- লাখ টাকা পারিশ্রমিক নিলেন জেমি নিশাম
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ বনাম ভারত, দেখেনিন সূচি
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট