ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সিঙ্গাপুরে প্রবাসীদের জন্য দারুন সুখবর

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৫ ১৬:৫১:৩৯
সিঙ্গাপুরে প্রবাসীদের জন্য দারুন সুখবর

তবে সিঙ্গাপুরে নতুন করে আরও ৮৯৭ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আ’ক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৫ জন। মারা গেছে ১২ জন।

সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মোট ২১টি ডরমিটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার করোনাভাইরাসে আ’ক্রান্তের সবাই স্থানীয়ভাবে আ’ক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই ওয়ার্ক পাস হোল্ডার। এরমধ্যে ৮৫৩ জন ডরমিটরিতে অবস্থান করতেন এবং ১৯ জন ডরমিটরির বাইরে বাস করতেন। ১৩ জন স্থানীয় নাগরিক।

১ হাজার ২২৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ৯ হাজার ৮৭৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে সরিয়ে আলাদাভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে