ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

এবার করোনা ভাইরাস নিয়ে দারুন সুখবর দিল স্পেন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৪ ২২:৫৮:১৭
এবার করোনা ভাইরাস নিয়ে দারুন সুখবর দিল স্পেন

মহাদেশটিতে গত এক মাস তাণ্ডব চালিয়েছে এই অদৃশ্য শক্তি। গত কয়েকদিন ধরে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। মিলেছে সস্থির খবর।

করোনায় রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয় স্পেন। তবে আশার খবর হল গত এক মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় স্পেনে সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৬৭ জন। যা কিনা সর্বনিম্ন।

এর আগের দিন দেশোটিতে করোনায় মারা যায় ৪৪০ জন। এ নিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫২৪ জনে। মৃতের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে।

দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। স্পেনের জরুরি স্বাস্থ্য সমন্বয়ক ফার্নান্দো সিমন বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, প্রাণহানির এই নিম্নমুখী ধারা আগামী দিনে আরও কমে আসবে। তবে এই ধারা আমরা বিধি-নিষেধ কীভাবে মেনে চলছি সেটির ওপর নির্ভর করবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে