ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৪ ১৯:২৬:১২
গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

মৃতদের মধ্যে ৪ মাসের এক শিশুও রয়েছে। গত ২২ এপ্রিল শিশুটির দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। কেরলের কোঝিকোড় মেডিকেল কলেজে চিকিৎসা চলছিল তার। সেখানেই মৃত্যু হয়েছে শিশুটির। জানুয়ারির শেষ দিকে এই কেরলের হাত ধরেই ভারতে করোনাভাইরাস প্রবেশ করে। তবে রাজ্য সরকারের সক্রিয়তায় প্রকোপ অনেকটাই ঠেকানো গিয়েছিল। এই নিয়ে নোভেল করোনার প্রকোপে সেখানে তৃতীয় জনের মৃত্যু হলো।

এদিকে রাজস্থানেও নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে জয়পুর থেকেই ১৩টি ঘটনা সামনে এসেছে। কোটায় ১৮ জন, ঝালাওয়ারে ৪ জন এবং ভরতপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে রাজস্থানে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।

তবে এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৩০-এ গিয়ে ঠেকেছে। যার মধ্যে গতকাল বৃহস্পতিবারই ৭৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ২৮৩ জন প্রাণ হারিয়েছেন সেখানে। বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন ১৪ জন। শুধু মুম্বাইতেই আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। মায়ানগরীতে মৃতের সংখ্যাও বেড়ে ১৬৭ হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৫১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন ৫৮ জন। তবে নবান্নর তরফে দেয়া পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত এ রাজ্যে ৩৩৪ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে