ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

করোনা মোকাবিলায় যে পরামর্শ দিল স্বাস্থ্য অধিদফতর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৪ ১৮:২৯:৩৮
করোনা মোকাবিলায় যে পরামর্শ দিল স্বাস্থ্য অধিদফতর

এবার সেটাই জানালো স্বাস্থ্য অধিদফতর। শারীরিকভাবে করোনা মোকাবিলায় বেশি করে তরল খাবার গ্রহণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। বেশি বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে বলা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ পরামর্শ দেন।

তিনি বলেন, ‘বেশি করে তরল খাবার গ্রহণ করবেন। সামনে আমাদের রমজান আসছে, এ সময় হয়তো আমরা দিনের বেলায় খাব না। ইফতারের পরে আমরা যেন তরল খাদ্য বেশি করে খাই। আদা, লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগেল করতে পারি। গরম পানি পান করতে পারি। কালো জিরা, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল আমরা বেশি করে গ্রহণ করতে পারি। যা করোনা প্রতিরোধে সহায়ক হবে, যা স্বাস্থ্যের জন্যও ভালো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে