ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসঃ জেনে নিন এখন পর্যন্ত সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২৪ ১০:৪০:৫৫
করোনা ভাইরাসঃ জেনে নিন এখন পর্যন্ত সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা

আজ ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসের তথ্য সংরক্ষিত ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই অদৃশ্য করোনা ভাইরাস।

আর এই ভাইরাসে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন মানুষ। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৭ লাখ ৮২ হাজার ৪২৫ জন। এর মধ্যে ১৭ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৮ হাজার ২১৮ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে ৮ লাখ ৮০ হাজার ২০৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৯ হাজার ৮৪৫ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জনের মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।

মৃত্যুর হিসাবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দ্বিতীয় অবস্থানে রয়েছে এ দেশটি। মোট আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ২৪ জন। মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন।

মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন।

এদিকে জার্মানিতে ১ লাখ ৫৩ হাজার ১২৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৭৫ জনের। ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ২৬ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৮১ জন।

এ দিকে সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ১৮৬ জনের। এদের মধ্যে মারা গেছেন ১২৭ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে