ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশি বৈধ-অবৈধ প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরী বিজ্ঞপ্তি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২০ ২১:১৬:২৭
মালয়েশিয়ায় বাংলাদেশি বৈধ-অবৈধ প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরী বিজ্ঞপ্তি

এই বার্তা নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কেউ খুশি হয়েছেন আবার বেশিরভাগই অভিযোগ দিচ্ছেন। তবে দেশটিতে থাকা প্রায় ১০ লাখের কাছাকাছি প্রবাসীদেরকে খাদ্য সহায়তা দেয়া এই লকডাউন পরিস্থিতিতে

অনেকটা কষ্টসাধ্য হলেও সাধারণ প্রবাসীদের মনে হাইকমিশনের বি’রুদ্ধে বিভিন্ন ধরনের ক্ষো’ভ ও মন্তব্য প্রকাশ করতে দেখা গেছে। হাইকমিশন থেকে খাদ্য সহায়তা দিচ্ছে বলে যেমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ঠিক তেমনি খাদ্য সহায়তা দিচ্ছেনা বলেও প্রতিবেদন লক্ষ্য করা গেছে৷

প্রবাসীদের উল্লেখযোগ্য অনলাইন নিউজ পোর্টাল প্রবাসবার্তার প্রতিবেদনে দেখা গেছে বারবার হাইকমিশনে যোগাযোগ করেও খাদ্য সহায়তা পাননি ল’কডাউনে ক্ষ’তিগ্রস্ত এক বাংলাদেশী প্রবাসী।

আজ কুয়ালালামপুর হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজের এসব বিরুপ মন্তব্যের উত্তর হিসেবে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি হুবহ নিচে তুলে ধরা হলঃ-

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক জারি করা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (MCO) এর কারণে কাজকর্ম বন্ধ করে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে হচ্ছে এবং চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এমন পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে ‘খাদ্য চাহিদা ফরম’ পূরণের আহবান

জানায়। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই সাপেক্ষে ৬৫০০ জনকে খাবার সহায়তা প্রদান করার ক্ষুদ্র প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১৮ শ’র অধিক বাংলাদেশি নাগরিকের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে গেছে। এ পর্যন্ত কুয়ালালামপুর, পুত্রজায়া এবং সেলাঙ্গর-এর বিভিন্ন এলাকায়/ লোকেশনে অবস্থিত ‘খাদ্য চাহিদা ফরম’ পূরণ করা বাংলাদেশি নাগরিকের আবাসস্থল/ বাসা/বাড়িতে (দোড় গোড়ায়) এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। একইভাবে অন্যদের নিকট পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

মুভমেন্ট কন্ট্রোল অ’র্ডার (MCO), ক’ঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ এবং করোনা ভাইরাস (COVID -19) সং’ক্রমিত হবার আশ’ঙ্কার মধ্যেই নানান নিয়ম কানুন পরিপালন করে খাদ্য সহায়তা পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হাইকমিশন প্রদত্ত খাদ্য সহায়তা মালয়েশিয়া সরকার কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশি নাগরিকদের দোড় গোড়ায় পৌঁছে দিচ্ছে। এ মহাদু’র্যোগে এগিয়ে আসার জন্য ভলা’ন্টিয়ারদের ধন্যবাদ।

কুয়ালালামপুরে লক ডাউন করা তিনটি ভবনে (সিটি ওয়ান প্লাজা, সেলাংগর ম্যানসন ও মালয়েশিয়ান ম্যানসন) অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নিকট খাদ্য সরবরাহ করা হচ্ছে এবং করোনা ভাইরাসে আ’ক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সারা পৃথিবীতে চলমান এ মহাদু’র্যোগের ক্রান্তিকালে হাইকমিশন যখন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করার ক্ষুদ্র প্রয়াস নিয়েছে তখন এসব নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য কেউ কেউ অপচেষ্টা করছে যা খুবই দু:খজনক। যাবতীয় সীমাবদ্ধতার মধ্যে একটি সুনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে বিধায় বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ করা হলো।ধন্যবাদ।

(বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে