কাতারে বাংলাদেশী প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদঃ মারা গেছেন ৩, আক্রান্ত ৫৫০
চিকিৎসা চলা অবস্থায় কাতারে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশি মারা গেছেন। দেশটির স্বাস্থ্যবিষয়ক জাতীয় কমিটির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০০৮ জন। এর মধ্যে ৫১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৮ জন। গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ আমাদের সময়কে জানান, গত ৭ এপ্রিল পর্যন্ত কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছেন তারা। এর পর থেকে এখনো কোনো রিপোর্ট আমাদের জানানো হয়নি। তবে কাতারে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাতারে সাড়ে পাঁচশর বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৫শ ১০ জনের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, থাকতে পারেন কিন্তু নতুন সুস্থ বা অসুস্থ কারও ন্যাশনালিটি এখন আর প্রকাশ করে না কর্তৃপক্ষ।
রাষ্ট্রদূত বলেন, দোহার বাংলাদেশ কমিউনিটি থেকে তারা দেশটিতে ব্যাপকভিত্তিক বাংলাদেশি আক্রান্তের খবর পাচ্ছিলেন। কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না। গত সপ্তাহে প্রথম আনুষ্ঠানিকভাবে ৫ শতাধিক বাংলাদেশি আক্রান্তে কথা জানায় দেশটির স্বাস্থ্যবিষয়ক জাতীয় কমিটি। তবে পরবর্তী সময় আরও কিছু লোক আক্রান্তের খবর কমিউনিটি মারফত পেলেও দোহা আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত তারা সেই সংখ্যার বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।
এদিকে গত শনিবার দোহায় চিকিৎসাধীন তৃতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। কাতারে করোনা ভাইরাসে প্রথম বাংলাদেশির মৃত্যু হয় ২৩ মার্চ। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম দীপক কুমার দেব। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তার বাড়ি। ৩১ মার্চ কাতারে করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়। ৫৮ বছর বয়সী ওই বাংলাদেশির নাম আবুল কাসেম। তার দেশের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। তৃতীয় মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এদিকে কাতারে যেসব বাংলাদেশি অবৈধভাবে, নিজস্ব ব্যবস্থাপনায় ও ড্রাইভার হিসেবে আছেন তারা সংকটে পড়েছেন। সব কিছু বন্ধ থাকায় তারা খাদ্য সংকটে ভুগছেন। তা ছাড়া বিভিন্ন অপরাধে এবং অবৈধভাবে থাকার কারণে যেসব বাংলাদেশি জেলে আছেন তাদের ফেরাতে বলেছে কাতার সরকার। এদের সংখ্যা ৯২ জন জানানো হয়েছিল বলে রাষ্ট্রদূত জানান। তিনি বলেন, এখন হয়তো সংখ্যা কিছুটা বাড়তে পারে। তবে করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় তাদের ফেরানো সম্ভব নয় বলে আমরা জানিয়েছি। কাতার সরকারও বিষয়টি বুঝেছে। ফলে এটি নিয়ে তারা তেমন চাপ দিচ্ছে না। তবে ভবিষ্যতে কী হয় বলা যাচ্ছে না।
কাতারের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাতার সরকার করোনা ঠেকাতে শুরু থেকেই তৎপর। সরকারি নির্দেশনা মতে, মিশনের সব ধরনের কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মিশন সক্রিয়ভাবে কমিউনিটি এবং লেবার ক্যাম্পে যোগাযোগ রাখছে প্রবাসীদের জরুরি সহায়তা দিতে। কাতার কর্তৃপক্ষ লকডাউন এলাকায় খাবার সাপ্লাই দিচ্ছে। ৩-৪ হাজারের মতো বাংলাদেশি লকডাউন এলাকায় রয়েছেন। তারা বেশ অর্থকষ্টে আছেন। তাদের কাজ নেই, পয়সাও নেই। অবশ্য কাতার চ্যারিটি এবং রেড ক্রিসেন্ট কিছু এলাকায় খাদ্য সহায়তা পৌঁছাচ্ছে। কাতারে শিল্প এলাকা, মসজিদ, কার্গো এবং স্পেশাল ফ্লাইট ছাড়া সব ফ্লাইট বন্ধ রয়েছে। তবে সব এলাকা লকডাউন নয়। এ ব্যাপারে রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, দূতাবাসের পক্ষ থেকে আমরা সহায়তার চেষ্টা করছি। তা ছাড়া কাতার সরকারও সবার জন্য খাদ্য ও মেডিক্যাল সহায়তা দিচ্ছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ নয় রেকর্ড মুল্যে ধোনির চাওয়াতেই আইপিএলে দল পেলেন সাকিব
- জাকের-অঙ্কনের ঝড়ো ব্যাটিং ও হাসান মাহমুদ-নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- চরম দু:সংবাদ: নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে ৫ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা
- IPL নিলাম: দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- আইপিএল নিলামের দুই দিন আগে সর্বাধিক চাহিদাসম্পন্ন অলরাউন্ডারদের তালিকা প্রকাশ, দেখেনিন সাকিবের অবস্থান
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করলো চার দল, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন, দেখেনিন কে কোন দলে
- চলছে আইপিএল নিলাম, এক নজরের দেখেনিন এখন পর্যন্ত দল পেলেন যারা ও সাকিব মুস্তাফিজের অবস্থান
- ৪২ রানে অল-আউট, টেস্টে সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড
- IPL নিলাম: চেন্নাই সুপার কিংসে সাকিব ও মুস্তাফিজ, কলকাতাতে তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- লিটন ও জাকের আলির দুর্দান্ত ব্যাটিং শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
- ব্রেকিং নিউজ: বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করলো বিসিবি
- IPL নিলাম: নাহিদ রানার কাছে পাত্তা পেল না মুস্তাফিজ, কোটি টাকায় দল পেলেন নাহিদ রানা