ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের এই জেলা, চিকিৎসকসহ একদিনে সর্বোচ্চ আক্রান্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৬ ২৩:০২:৩৬
ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের এই জেলা, চিকিৎসকসহ একদিনে সর্বোচ্চ আক্রান্ত

আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১৬ জন ও রায়পুরা উপজেলার রয়েছে ৫ জন। এদের মধ্যে ৪ নারী ও ২ শিশু রয়েছে। আক্রান্তদের তালিকায় ১০ বছর বয়সী শিশু থেকে ৯৫ বছর বয়সী বৃদ্ধের নাম থাকলেও অধিকাংশেরই বয়স ২৫-৫৫ এর মধ্যে।

এ ব্যাপারে নরসিংদী সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহীম টিটন জানান, নতুন করে আক্রান্ত ২১ জনের কারও শরীরেই করোনাভাইরাসের তেমন কোনো উপসর্গ পাওয়া না গেলেও তারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ঝুঁকি কমাতে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করাসহ তাদেরও নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এদিকে জানা যায়, নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার ও সাংবাদিকসহ ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার ৫৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ২১ জনের রিপোর্ট পজেটিভ আসে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট ৩৬ জন, রায়পুরায় ১১ জন, পলাশে ৩ জন, শিবপুরে ৮ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১ জন সুস্থ হয়েছেন।

নরসিংদী জেলায় এ পর্যন্ত ৩২৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৬৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা কোভিড হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে