ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

এক নজরে দেখে নিন ঢাকার কোন এলাকায় কতজন করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৬ ১৯:১৭:৩২
এক নজরে দেখে নিন ঢাকার কোন এলাকায় কতজন করোনায় আক্রান্ত

দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে রাজধানী ঢাকায়। রাজধানীর দুই সিটি করপোরেশনে এ পর্যন্ত জন ৬০৮ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া ঢাকার উপজেলাগুলোতে আক্রান্ত হয়েছেন ২৮ জন। রাজধানীর ওয়ারীতে সর্বাধিক রোগী আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে যাত্রাবাড়ীতে।

আজ বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজধানীর আদাবরে পাঁচজন, আগারগাঁওয়ে দুজন, আরমানিটোলায় একজন, আশকোনায় একজন, আজিমপুরে ১১ জন, বাবুবাজারে ১১ জন, বাড্ডায় আটজন, বেইলি রোডে তিনজন, বনানীতে আটজন, বংশালে নয়জন, বানিয়ানগরে একজন, বাসাবোতে ১৭ জন, বসুন্ধরায় পাঁচজন, বেগুনবাড়িতে একজন, বেগমবাজারে একজন, বেড়িবাধে একজন, বারিধারায় একজন, বসিলাতে একজন ও বুয়েট এলাকায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ধানমণ্ডির সেন্ট্রাল রোডে একজন, চকবাজারে নয়জন, ঢাকেশ্বরীতে একজন, ধানমণ্ডিতে ১৮ জন, ধোলাইখালে একজন, দয়াগঞ্জে একজন, ইস্কাটনে একজন, ফার্মগেটে একজন, গেন্ডারিয়ায় ১৪ জন, গ্রিনরোডে ১০ জন, গোপীবাগে তিনজন, গুলিস্তানে দুজন, গুলশানে ১৩ জন, হাতিরঝিলে একজন, হাতিরপুলে দুজন, হাজারিবাগে ১১ জন, ইসলামপুরে দুজন ও জেলগেট এলাকায় দুজন আক্রান্ত হয়েছে।

যাত্রাবাড়ীতে ২৩ জন, ঝিগাতলায় পাঁচজন, জুরাইনে একজন, কল্যাণপুরে একজন, কচুক্ষেতে একজন, কামরাঙ্গীরচরে তিনজন, কাজীপাড়ায় দুইজন, কারওয়ানবাজারে একজন, খিলগাঁওয়ে একজন, কদমতলীতে একজন, কোতোয়ালিতে তিনজন, কুড়িলে একজন, লালবাগে ২১ জন, লক্ষ্মীবাজারে চারজন, মালিবাগে চারজন, মানিকদিতে একজন, মাতুয়াইলে একজন ও মীরহাজারীবাগে দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বৃহত্তর মিরপুরের ৬ নম্বর সেকশনে তিনজন, মিরপুর ১০ নম্বরে ছয়জন, মিরপুর ১১ নম্বরে ১১ জন, মিরপুর ১২ নম্বরে ১০ জন, মিরপুর ১৩ নম্বরে দুজন, মিরপুর ১ নম্বরে আটজন ও মিরপুর ১৪ নম্বরে পাঁচজন আক্রান্ত হয়েছে।

মিটফোর্ডে দুইজন, মগবাজারে ১০ জন, মহাখালীতে ১২ জন, মোহাম্মদপুরে ২২ জন, মতিঝিলে একজন, মুগদায় দুইজন, নওয়াবপুরে একজন, নারিন্দায় তিনজন, নাখালপাড়ায় তিনজন, নিকুঞ্জতে একজন, পীরেরবাগে দুজন, পুরানা পল্টনে দুইজন, রাজারবাগে আটজন, রামপুরায় তিনজন ও রায়েরবাজারে একজন আক্রান্ত হয়েছে।

সায়েদাবাদে একজন, শাহ আলীবাগে দুজন, শাহবাগে চারজন, সাইন্সল্যাবে একজন, শান্তিবাগে একজন, শ্যামপুরে একজন, সোয়ারীঘাটে তিনজন, সিদ্ধেশ্বরীতে একজন, শান্তিনগরে সাতজন, শাখারীবাজারে ছয়জন, শান্তিবাগে একজন, শ্যামলীতে তিনজন, শেওরাপাড়ায় একজন, শেখেরটেকে একজন, সোয়ারীঘাটে তিনজন, সিদ্ধেশ্বরীতে তিনজন, সূত্রাপুরে সাতজন, শনির আখড়ায় একজন, সূত্রাপুরে ছয়জন, তেজগাঁওয়ে ১৬ জন, তেজতুরিবাজারে একজন, টোলারবাগে ১৯ জন, উর্দু রোডে একজন, উত্তরায় ২০ জন, ভাটারায় একজন ও ওয়ারীতে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে