ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

করোনার লড়াইয়ে সর্বশক্তি প্রয়োগ করেই যেভাবে সফল দক্ষিণ কোরিয়া

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৬ ১৬:৪৪:২০
করোনার লড়াইয়ে সর্বশক্তি প্রয়োগ করেই যেভাবে সফল দক্ষিণ কোরিয়া

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সরকার সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন। বৃহস্পতিবার মুন জায়ে ইনের দফতরের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে।

করোনা মোকাবিলায় সফল দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি গত ২৮ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ভোট পেয়ে আবারও নির্বাচিত হতে যাচ্ছে বলে দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন। মহামারি উপেক্ষা করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি।

দেশটির সংসদের ৩০০ আসনের মধ্যে মুন জায়ে ইনের ডেমোক্রেটিক পার্টি ১৮০টিতে জয় পেয়ে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আভাষ দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার আরও পরের দিকে চূড়ান্ত এই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

নির্বাচনের পূর্বাভাষ সঠিক হলে ১৯৮৭ সালে দেশটির গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার পর যেকোনো দলের একক সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে বুধবার দেশটিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ৬৬ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে; যা ১৯৯২ সালের পর সর্বোচ্চ। ওই বছর ৭১ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছিল। দেশটির চার কোটি ৪০ লাখ মানুষের প্রায় এক চতুর্থাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫০০ জন। এই সঙ্কট মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপগুলো দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাত হাজার ৭৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ২২৯ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে