ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পূর্ণিমাকে এভাবে মারলেন তার স্বামী, পাড়ায় শোবিজ তোলপাড়- দেখুন ভিডিও সহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৬ ১১:১১:৩৩
পূর্ণিমাকে এভাবে মারলেন তার স্বামী, পাড়ায় শোবিজ তোলপাড়- দেখুন ভিডিও সহ

এমন সংকটে ঘরবন্দি মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াও পুরোপুরি নিষেধ। তাতে যারা নিম্ন আয়ের, তাদের বাড়ছে হতাশা। গত কয়েক দিনের পরিসংখ্যান বলছে এই করোনার কারণে পারিবারিক কলহও বেড়ে চলছে। অভাব অনটনের জন্য অনেক স্বামী আবার তার স্ত্রীর গায়েও হাত তুলছেন।

যদিও এমন ঘটনা বাংলাদেশ নতুন নয়। তবে এই সংকটে সেটা বাড়ছে যেন পাল্লা দিয়ে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বোধ হয় তারই একটা উদাহরণ টানলেন। নিজের ইনস্টাগ্রামে দেখালেন চমৎকার অভিনয় করে। কিভাবে ঘরে ঘরে নির্যাতিত হচ্ছেন নারীরা। হয়তো তারই একটা নমুনা দেখালেন তিনি।

ভিডিওতে দেখা যায় পূর্ণিমা অঝোরে কাঁদছেন। তার চোখে মুখে রাজ্যের হতাশা। এসব দেখে কেউ একজন তার কাছে জানতে চান এভাবে, কি গো তোর জামাই তোরে এমনে মারলে কেরে? উত্তরে পূর্ণিমা বলেন, ‘কইছি না আমার জামাই দুইটা সিম ব্যবহার করে। আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান, আরেকটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী টু দিয়ে। শালা না বুইঝা আমারে এই মাইরডা দিসি।’

এরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিশেষ করে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। আর এ নিয়ে পক্ষে বিপক্ষে শুরু হয় নানা যুক্তি তর্ক। কেউ তার চোখে দেখা কোনো একটা ঘটনার কথা বর্ণনা করছেন। কেউ আবার বলছেন ভিন্ন কথা।

View this post on Instagram

#enjoyeverysecond #enjoylife #therealpurnima #tiktokqueen ???? #loughoutloud ????

A post shared by PURNIMA ???????? (@therealpurnima) on

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে