ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

কনস্টেবলের শ্বাসকষ্ট, থানা ছাড়লেন সকল পুলিশ সদস্য

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৫ ২২:২৮:৩৪
কনস্টেবলের শ্বাসকষ্ট, থানা ছাড়লেন সকল পুলিশ সদস্য

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক কনস্টেবল শ্বাসকষ্টে ভুগছেন। বুধবার তাকে সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই কনস্টেবল করোনা আক্রান্ত সন্দেহে থানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতংকে থানা থেকে বেরিয়ে যান অন্য পুলিশ সদস্যরা।

তবে দুর্যোগপূর্ণ অবস্থায় যেন কাজ বন্ধ না থাকে সেজন্য থানার পুলিশকে দু’ভাগে বিভক্ত করা হয়েছে। এক অংশ স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে থানার কার্যক্রম পরিচালনা করছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, থানার একজন কনস্টেবল শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত নন। সন্দেহজনক হিসেবে ওই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে।

তিনি আরও জানান, থানার কাজের সুবিধার্থে দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি কেউ সংক্রমিত হন তাহলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে যেতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ ভাগ করে কমিউনিটি সেন্টারে আনা হয়েছে। তারা ২-৩ দিন ধরে দু’ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে