ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের খাবার বিতারন, পাবেন যেখানে

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৫ ২২:০৮:৩৭
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের খাবার বিতারন, পাবেন যেখানে

হাই কমিশনের শ্রম শাখার দ্বিতীয় সচিব ফরিদ আহমেদ স্থানীয় সাংবাদিকদের জানান, চলমান মুভমেন্ট কন্ট্রোলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে মালয়েশিয়া সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে হাইকমিশন।

তিনি বলেন, ‘প্রথম থেকেই আমরা হাইকমিশনার মহ. শহীদুল ইসলামের নির্দেশে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশিদের সহায়তা করার বিষয়ে যোগাযোগ করেছি। বাংলাদেশিদের সহায়তার জন্য আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে চারটি বৈঠকে অংশ নিয়েছি। আমরা খুব খুশি যে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার সহায়তার জন্য একত্রে কাজ করছে।’

এদিকে শুধু মেনারা সিটি ওয়ান নয়, আরও দুটি ভবন সেলাঙ্গর ম্যানশন ও মালায়া ম্যানশনে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের পর্যায়ক্রমে খাদ্য সরবরাহ করা হবে বলে জানান হাইকমিশনের সংশ্লিষ্টরা। এ ছাড়া মুভমেন্ট কন্ট্রোলে থাকা সকল বাংলাদেশি কর্মীদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ হাইকমিশন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে