ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

জার্মানি বলছে ভিন্ন কথা, করোনার টিকা আসছে খুব শীঘ্রই

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৫ ০১:৪৭:২৯
জার্মানি বলছে ভিন্ন কথা, করোনার টিকা আসছে খুব শীঘ্রই

সবকিছু ঠিক থাকলে ২০২১ এর প্রথম দিকেই বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যাবে প্রাণঘাতী করোনার বহুল আকাঙ্ক্ষিত প্রতিষেধক টিকা। আর এই টিকা তৈরিতে রাত-দিন কাজ করছে জার্মানির একটি বায়োটেক ও চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান কিউরভ্যাক।

কিউরভ্যাকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, টিকা তৈরিতে গবেষণার ব্যাপক অগ্রগতি হয়েছে। তাই আশা করা যায় জুন-জুলাইয়ে ক্লিনিক্যাল স্টাডি শেষে প্রথমে শ’খানেক, পরে হাজার মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে সেই টিকা পৌঁছে যাবে সব দেশে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা প্রতিষেধকের স্বত্ব পেতে জার্মানির এ গবেষণা প্রতিষ্ঠানকে বিলিয়ন ডলার উৎকোচ দেয়ার বৃথা চেষ্ঠার বিষয়টি জার্মান গণমাধ্যমসহ সংসদে আলোচিত হয়। জার্মানির রাজনৈতিক দলের নেতারা ট্রাম্পের এ চেষ্টাকে স্বার্থপর আর পাগলামী বলে অভিহিত করেছেন।

এদিকে কিউরভ্যাক প্রতিষ্ঠানের বিনিয়োগকারী জার্মানির প্রথম সারির ফুটবল দল বুন্ডেসলীগার টিএসজি হফেনহাইমের কর্ণধার জার্মানির অন্যতম ধনী ডিটমার হপ বলেন, এ টিকা আবিষ্কার হলে তা হবে বিশ্বকে বাঁচানোর জন্য, একক কোনো দেশ বা গোষ্ঠীর জন্য না।

এদিকে প্রতিষ্ঠানের গবেষণার অগ্রগতির জন্য ৮০ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির বিশেষজ্ঞরা বলছেন, এই টিকা আবিষ্কার হলে বাঁচবে কোটি মানুষের প্রাণ।

এদিকে, জার্মানিতে করোনায় একদিনে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে