ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সৌদিতে করোনা নিয়ে চরম দু:সংবাদ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৪ ১৭:৫২:৩৬
সৌদিতে করোনা নিয়ে চরম দু:সংবাদ

মুসলিম সম্প্রদায়ের নিকট সবচেয়ে পবিত্র নগরী মক্কায় দ্রুত ছড়িয়ে পড়ছে মরণঘাতী

জানা যায়, শহরের ২০ লাখ বাসিন্দাদের মধ্যে এখন পর্যন্ত এক হাজার ৫০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টা কারফিউ থাকা সত্ত্বেও ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। নগরীর জনাকীর্ণ বস্তি এবং শ্রম শিবিরগুলোর কারণেই করোনার প্রাদুর্ভাব তরান্বিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবের অন্যান্য শহরের মধ্যে রাজধানী রিয়াদে এখন পর্যন্ত এক হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মক্কার তুলনায় এই শহরে আক্রান্তের সংখ্যা বেশি হলেও ঝুঁকি কম। কারণ রিয়াদের আয়তন মুসলিমদের পবিত্র নগরী থেকে তিনগুণ বেশি।

এছাড়া মক্কায় বিপুল সংখ্যক অভিবাসী আটকা পড়ে আছেন। তাদের উপস্থিতিতে মক্কার জনসংখ্যার ঘনত্ব আরো বেড়ে গেছে। এ পরিস্থিতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার হারকে তরান্বিত করছে বলে মনে করা হচ্ছে।

প্রাণঘাতী এই ভাইরাসটি এখন পর্যন্ত সৌদি আরবে প্রায় পাঁচ হাজার মানুষকে আক্রান্ত করেছে। কেড়ে নিয়েছে ৬৫ জনের প্রাণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে