ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনায় সৌদিতে বাড়ছে প্রবাসীদের মৃত্যুর মিছিল

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৪ ১৫:৪৯:৪৯
করোনায় সৌদিতে বাড়ছে প্রবাসীদের মৃত্যুর মিছিল

জাহিদের মেয়ে জানান, করোনায় আক্রান্ত হয়ে তার বাবা গত বৃহস্পতিবার সৌদি আরবের একটি হাসপাতালে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের লেবার সচিব আমিনুল ইসলাম জানান, মেডিকেল রিপোর্ট অনুযায়ী জাহিদ করোনায় মারা গেছেন।

তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি ঢাকাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কাগজপত্রসহ আবেদন করা হয় তাহলে বাংলাদেশ সরকার পরিবারকে তিন লাখ টাকা দেবে।

এদিকে, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সৌদি নাগরিক এবং প্রবাসীদের পরিবারের মধ্যে যারা ন্যূনতম খাদ্য সংকটে আছেন না তাদের জরুরি খাদ্য সহায়তা দেবে সৌদি আরব সরকার।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় (সাবেক শ্রম মন্ত্রণালয়) এক টুইট বার্তায় নোটিশ আকারে এ বিষয়টি জানিয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাস রিয়াদের কর্মকর্তা মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথম দফায় ২৫০ মিলিয়ন রিয়ালের ‘সকলের জন্য খাদ্য’ নামক একটি কর্মসূচি চালু করেছে দেশটির সরকার।

এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার জন্য সৌদি আরবের প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে (জামইয়্যা খাইরিয়্যাহ) দায়িত্ব প্রদান করা হয়েছে।

এসব সংগঠনের ফোন নম্বর উল্লেখ করে, নির্ধারিত সময়ে সাহায্যের জন্য কল করতে বলা হয়েছে। এছাড়াও এই সহায়তা কার্যক্রমে অংশ নিতে চাইলে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা প্রদান করা যাবে মর্মে জানিয়েছে।

অঞ্চলভিত্তিক টেলিফোন নম্বর ও সময়ের তালিকা প্রকাশ করা হয়েছে। যা উল্লেখ করা হলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে