ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সোয়াইন ফ্লু থেকে করোনা ১০ গুণ বেশি প্রাণঘাতী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৪ ১৩:১৫:১৪
সোয়াইন ফ্লু থেকে করোনা ১০ গুণ বেশি প্রাণঘাতী

তিনি বলেন, আমরা জানি করোনা ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি প্রাণঘাতী। নার্সিং হোমের মতো জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।

তিনি আরও জানান, অনেক দেশে প্রতি ৩-৪ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তাই এখনও সতর্কতা কমানোর সময় আসেনি।

২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারির আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। আক্রান্ত হয়েছিল ১৬ লাখ মানুষ। মৃত্যু হয়েছিল ১৮ হাজারের বেশি মানুষের।

এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৯৯ জনের। প্রতিক্ষণে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে