ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

যুক্তরাষ্ট্রে আরও ছয় বাংলাদেশির মৃত্যু, বেকার হয়ে পড়লেন যত কোটি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৪ ১১:৩৪:২৫
যুক্তরাষ্ট্রে আরও ছয় বাংলাদেশির মৃত্যু, বেকার হয়ে পড়লেন যত কোটি

এদিকে করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ২ কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। তাদের বেকার ভাতা দেয়া শুরু করেছে মার্কিন সরকার।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন অসংখ্য বাংলাদেশিসহ কোভিড নাইনটিনে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন হাজার হাজার মানুষ। দেশজুড়ে লকডাউনের কারণে দুই কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। ইতোমধ্যে তাদের মোটা অঙ্কের বেকার ভাতা দেয়া শুরু করেছে সরকার।

নিউইয়র্ক সার্টিফাইড পাবলিক একাউনটেন্ট সারোয়ার চৌধুরী বলেন, যাদের চাকরি নেই বাসা ভাড়া দিতে পারছেন না তারা সরকারের এ প্রণোদনায় অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী প্রত্যেক বয়স্করা এককালীন ১২শ’ ডলার এবং ১৭ বছরের কম বয়সীরা ৫শ’ ডলার করে অর্থিক সহায়তা পাচ্ছেন। প্রথম দফায় বুধবারের মধ্যে ৮ কোটি মানুষ এই অর্থ পাবেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সার্টিফাইড পাবলিক একাউনটেন্ট সারোয়ার চৌধুরী।

তিনি বলেন, এ দুর্যোগকালে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে সরকার যে সহায়তা দিচ্ছেন তা গ্রহণ করুন।

এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দোষারোপ করছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, তারা প্রেসিডেন্টকে আগেই সতর্ক করেছিলেন। আর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডক্টর এন্থনী ফাউসি বলেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আগে নেয়া সম্ভব হলে অনেক জীবন বাঁচতো। তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন।

করোনা ভাইরাস মোকাবিলায় বেশ বেকায়দায় পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সোমবারের ব্রিফিংয়ে নানা বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। প্রেসিডেন্টের বক্তব্যে কারণে নিয়মিত ব্রিফিংটি পরিণত হয় প্রপাগান্ডা সেশনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে