ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

জেনে নিন করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১৪ ১০:৩৭:২৫
জেনে নিন করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৩৯ জন ও আক্রান্তের সংখ্যা ৮০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩৮৩ জন এবং ঢাকা জেলায় ২৪ জন করোনায় আক্রান্ত রয়েছে। ঢাকার পরে সবচেয়ে বেশি করোনা রোগী নারায়ণগঞ্জ জেলায়। এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৪ পার হয়েছে। এ ছাড়া নতুন করে গাজীপুর জেলা করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। অন্যদিকে নতুন করে রাজশাহী জেলায় দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

গতকাল সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকা বিভাগের জেলা গাজীপুরে এ পর্যন্ত ৩৫ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আরেক জেলা মাদারীপুরে ১৯ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগের নরসিংদীতে ২০ জন, মুন্সীগঞ্জে ১৭ জন, মানিকগঞ্জে পাঁচজন, রাজবাড়ীতে ছয়জন, গোপালগঞ্জে তিনজন, টাঙ্গাইলে ৭ জন, কিশোরগঞ্জে ১০ জন ও শরীয়তপুরে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১৮ জন, কুমিল্লা জেলায় ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছয়জন, চাঁদপুর জেলায় ছয়জন, কক্সবাজার জেলায় একজন এবং লক্ষ্মীপুর জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় একজন করে এবং সুনামগঞ্জে একজন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগের রংপুর জেলায় দুজন, গাইবান্ধা জেলায় ছয়জন, নীলফামারী জেলায় তিনজন, লালমনিরহাট জেলায় একজন এবং ঠাকুরগাঁওয়ে তিনজন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগের শুধু চুয়াডাঙ্গা জেলায় একজন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় ছয়জন, ময়মনসিংহ জেলায় পাঁচজন, শেরপুর জেলায় দুজন এবং নেত্রকোনায় একজন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগের বরগুনা জেলায় তিনজন, ঝালকাঠিতে তিনজন, বরিশাল জেলায় দুজন এবং পটুয়াখালীতে দুজন রোগী আক্রান্ত হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে