ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সোনারগাঁয়ে ত্রাণ আত্মাসাৎ, ইউপি সদস্য বরখাস্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১২ ২২:৩৯:০২
সোনারগাঁয়ে ত্রাণ আত্মাসাৎ, ইউপি সদস্য বরখাস্ত

রোববার (১২ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ না করে আত্মসাৎ এবং গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাব মোতাবেক ৩৬৬ নং প্রজ্ঞাপনে জনস্বার্থে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) (খ)(ঘ) ধারার অপরাধে তাকে কেন তার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জবাবপত্র জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মো. কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরকারি ত্রাণ আত্মসাৎ করিনি। উল্টো ব্যক্তিগতভাবে আরও ৫শ মানুষকে ত্রাণ দিয়েছি। ত্রাণ আত্মসাতের বিষয়টি প্রমাণ করতে পারলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, এ ইউপি সদস্যকে বহিষ্কারের বিষয়টি সোনারগাঁয়ের জনপ্রতিনিধিদের জন্য বিপদ সংকেত। যাতে কেউ ভবিষ্যতে কোনো ধরনের গাফলতি বা আত্মসাৎ করতে না পারে এ থেকে শিক্ষা নিতে হবে। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে