ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

গাজীপুরে দুইদিনে ২২ জন করোনা রোগী শনাক্ত, সিভিল সার্জন কোয়ারেন্টিনে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১২ ২১:৪৮:১০
গাজীপুরে দুইদিনে ২২ জন করোনা রোগী শনাক্ত, সিভিল সার্জন কোয়ারেন্টিনে

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান,রোববার গাজীপুরে নতুন করে আরও ১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খারুজ্জামান জানান, শনিবার গাজীপুর সংক্রমিত ব্যক্তিদের মধ্যে একজন তার অফিসের নাইট গার্ডও রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা যাদের সংস্পর্শে গেছে ঠিক তাদের মধ্যেই এর সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনিসহ তার অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারী এবং সংক্রমিত ওই সব রোগীর সংস্পর্শে যারা গেছেন এমন ১৫০ জনকে শনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. খারুজ্জামান সরকারি বাসায় অবস্থান করে নিজ কাজ-কর্ম সম্পন্ন করছেন বলে জানা গেছে।

এ দিকে সিভিল সার্জন অফিসের ১৩ কর্মকর্তাসহ হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে।

অপরদিকে গাজীপুরের সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার সন্ধ্যায় গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম গাজীপুরকে লকডাউন ঘোষণা করেছেন। সবাইকে তাদের নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

কিন্তু লকডাউন ঘোষণার প্রথম দিনে গাজীপুরে অনেকেই বিভিন্ন কাজের ছুতা ধরে বাইর হয়েছেন। এমনকি কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে