ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সাবধান সৌদিতে থাকা বাংলাদেশী প্রবাসীরাঃ আরো ৫ বাংলাদেশির মৃত্যু, জেনে নিন তাদের পরিচয়

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১২ ২০:৪১:০৯
সাবধান সৌদিতে থাকা বাংলাদেশী প্রবাসীরাঃ আরো ৫ বাংলাদেশির মৃত্যু, জেনে নিন তাদের পরিচয়

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আরো পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন মক্কায় নাজিম উদ্দিন (৪৮), ছৈয়দুল হক (৫২), এম এ আবু তাহের (৪৮), মোহাম্মদ সফি সওদাগর ও মদিনায় মারা যান পাবনার আজিজুর রহমান (৪৫)। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি।

খোঁজ নিয়ে জানা যায়, ছৈয়দুল হক কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল শনিবার রাত ১টার সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর ছেলে তাঁকে মক্কা নগরীর একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় তাঁর মৃত্যু হয়।

ছৈয়দুল হকের বাড়ি কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালারকাটা গ্রামে। তিনি আবদুল কাদেরের ছেলে।

নাজিম উদ্দীন বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতেই মক্কা নগরের নিজ বাসায় হৃদরোগে মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের শাহসুফি গ্রামে।

এম আবু তাহেরও একইভাবে নিজ বাসায় শুক্রবার মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামে।

অন্যদিকে শনিবার সকাল পবিত্র মদিনায় আজিজুর রহমান নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মদিনা প্রবাসী আজিজুর রহমানের গ্রামের বাড়ি পাবনা জেলায় বলে জানা যায়।

শনিবার মক্কায় মোহাম্মদ সফি সওদাগর হৃদরোগে আক্রান্ত হয়ে কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ছিবার মোহাম্মদ বাড়ির বাসিন্দা বলে জানা যায়। তিনি দীর্ঘ দিন ধরে মক্কার জাফরিয়া মার্কেটের পাইকারি ব্যবসায়ী ছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে