ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

প্রবাসে মহাবিপাদে বাংলাদেশিরাঃ একদিনে ১১ বাংলাদেশির মৃত্য, জানা গেল পরিচয়

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১২ ১৯:৪৬:১৮
প্রবাসে মহাবিপাদে বাংলাদেশিরাঃ একদিনে ১১ বাংলাদেশির মৃত্য, জানা গেল পরিচয়

১১ জনের মধ্যে নিউইয়র্কেই মারা গেছে ১০ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১২২ জন বাংলাদেশি মারা গেছেন। শনিবার নিউইয়র্ক শহরেই করোনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়। তারা হলেন- পুলিশের ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহর বাবা খন্দকার সাদেক, নিউইয়র্ক ট্রাফিক পুলিশের সদস্য জয়দেব সরকার (৫৫), শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা খন্দকার মোসাদ্দেক আলী, আসাদুজ্জামান লালা, দেওয়ান আফজাল চৌধুরী, গৃহবধু শারমীন আহমেদ চৌধুরী নীলা (৫২), ষাটোর্ধ্ব আজিজুন্নেসা।

নিউইয়র্কের আপস্টেট বাফেলো সিটিতে মারা যান দুইজন। তারা হলেন- মোহাম্মদ জাকির (৩৮) ও সামসুস জহির (৪০)। সিলেটের একটি চা বাগানের সাবেক জেনারেল ম্যানেজার এ জামান (৭০) করোনায় মারা গেছেন বলেই জানা যায়। তিনি নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডে থাকতেন।

নিউইয়র্কের বাইরে মেরিল্যান্ডে বাংলাদেশি চিকিৎসক ডা. আব্দুল মান্নান (৮০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে