ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সৌদি আরবে প্রবাসীদের জন্য আবারও চরম দুঃসংবাদ, যে ঘোষণা দিল সৌদি সরকার

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১২ ১৪:০৫:২১
সৌদি আরবে প্রবাসীদের জন্য আবারও চরম দুঃসংবাদ, যে ঘোষণা দিল সৌদি সরকার

আরব নিউজের খবরে বলা হয়, দেশটিরস্বস্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজ্যের সব শহর, গভর্নরেট ও আবাসিক এলাকায় পূর্বঘোষিত সতর্কতামূলক নিষেধাজ্ঞাগুলোর সময় বাড়ানো হয়েছে। এর আগে ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন।

গত সপ্তাহে রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্যান্য বড় শহরগুলোতে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এবার সেইসব নির্দেশনা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জারি থাকবে বলে জানালেন সৌদি বাদশা।

সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩ জনের শরীরে, মারা গেছেন ৫২ জন।

এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৭৩ হাজার ৩০১ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৪৭৭ জনের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে