ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১১ ১১:১৫:২৫
নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার একজন, সিরাজদিখানে একজন। গজারিয়ায় দুইজন, টঙ্গীবাড়ি উপজেলার দুইজন ও শ্রীনগর উপজেলার একজন রয়েছেন।

গত ৭ এপ্রিল করোনা পরীক্ষার জন্য ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৮ এপ্রিল তাদের নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। এদের মধ্যে সাতজনের করোনা রিপোর্ট পটিটিভ আসে।

ইতোমধ্যে আইইডিসিআর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়েছে। গজারিয়ার আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) এবং আরেকজন উপজেলাটির একটি গ্রামের। ইতোমধ্যে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমোকে ঢাকায় ভর্তি করা হয়েছে । অপর আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হচ্ছে। আক্রান্ত সেকমোর সঙ্গে যারা ডিউটি করেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, গত ৭ এপ্রিল উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের ৬০ বছরের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। নমুনা সংগ্রহের পর থেকে ওই ব্যক্তিকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন বণিক জানান, করোনা পজিটিভ দুইজনের নমুনা মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছিল। যদিও একজনের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলায়। তিনি মুন্সিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। দুইজনের সঙ্গেই কথা হয়েছে। তারা বাড়িতেই আছেন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, এদের অধিকাংশই নারায়ণগঞ্জের লিঙ্কে সংক্রমিত এবং টঙ্গীবাড়ির একটি কেস ঢাকার মিরপুরের। করোনা পজিটিভ পাওয়া সবার সঙ্গেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। সাতজনের শারীরিক অবস্থা এখনও গুরুতর নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে