ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সেই আ.লীগ নেতার সংস্পর্শে আসা ৩ চিকিৎসক কোয়ারেন্টাইনে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১০ ২২:৩২:৪৭
সেই আ.লীগ নেতার সংস্পর্শে আসা ৩ চিকিৎসক কোয়ারেন্টাইনে

শুক্রবার (১০ এপ্রিল) পটুয়াখালী কোডেক সেন্টারের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাদের। অপর দুই জন হলেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদ।

সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গির আলম জানান, গত ৮ এপ্রিল বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় পটুয়াখালীতে চিকিৎসা নিতে আসেন।

তিনি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমানের খালাতো ভাই হওয়ায় তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিনের অফিসে নিয়ে মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে দিয়ে নমুনা সংগ্রহ করেন।

৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আমতলী পৌরসভার নিজ বাসভবনে জিএম দেলোরয়ার মারা যান। ১০ এপ্রিল তার নমুনার ফলাফল করোনা পজিটিভ আসায় তার সংস্পর্শে আসা পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে