ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদ, সরকার পক্ষ থেকে জরুরী ঘোষণা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১০ ১৯:৪৭:৪২
মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদ, সরকার পক্ষ থেকে জরুরী ঘোষণা
মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক নূর হিশাম আবদুল্লাহ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে জানান, সেখানে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে ৪১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

তাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ার, ৩৭ জন ভারতের, ৩১ জন মিয়ানমারের, ২৯ জন পাকিস্তানের, ২৫ জন চীনের, ১২ জন জন বাংলাদেশের, ২ জন ফিলিপিন্সের এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

হিশাম আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪ হাজার ২২৮ জনের মধ্যে নভোল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের এক দশমাংশই বিদেশি নাগরিক।

সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলোকে তাদের নাগরিকদের অবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর-২ হেদায়েতুল ইসলাম মণ্ডল বলেন, “মালয়েশিয়া সরকার বিস্তারিত তথ্য দেবে বলেছে, এখনো আমরা তা পাইনি।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার। সরকারি হিসাবে পাঁচ লাখের বেশি নিবন্ধিত বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় কাজ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে