ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

এবারও দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায়

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ১০ ১২:৪৩:২৪
এবারও দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায়

নেয় তারা। এ খবরে বাংলাদেশের এপারে রহমতেরবিল এলাকায় মসজিদে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সর্তক থাকতে বলা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়ার ইউপি সদস্য সুলতান আহমদ বলেন, ‘রাতে সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার প থেকে তাদের অবহিত করে যে, বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা চালাতে পারে। এমন খবরে তার এলাকায় বেশ কয়েকটি মসজিদের মাইকিং করে, এই বিষয়ে সর্তক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই মূর্হতে (রাত ১১টায়) এলাকার কিছু মানুষ নিয়ে সীমান্তের পাইশাখ্যালি নামক এলাকায় অবস্থান করছি। ওপারের প্যারাবনের ভেতরে বেশ কিছু মানুষের গঞ্জন শোনা যাচ্ছে। কিছুটা নিশ্চিত হওয়া গেছে নবী হোসেন নামক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এসব রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা সর্তক অবস্থানে রয়েছি। এই দুর্যোগ অবস্থার (করোনাভাইরাস) সময় নতুন করে কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না।’

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘আঞ্জুমানপাড়ার মেদির খাল সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়টি নিয়ে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবির সঙ্গে কথা হয়েছে, তারা সর্তক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে। তবে অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত। ফলে চিকিৎসার জন্য এপারে ঢোকার চেষ্টা চালাচ্ছ।’

কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ‘আঞ্জুমানপাড়ার বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে। নতুন করে কোনও অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত পাড়ি গুলোতে টহলরত বিজিবি সদস্যদের সর্তক থাকতে বলা হয়েছে। যেন অনুপ্রবেশ না ঘটে।

এদিকে উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে ২০১৭ সালে ২৫ আগস্টের পর দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তারা এখন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন। বর্তমানে কক্সবাজারের ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে