ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

জানলে অবাক হবেনঃ একজন করোনা রোগী আক্রান্ত করতে পারে যত জনকে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৯ ২১:৫৮:০৪
জানলে অবাক হবেনঃ একজন করোনা রোগী আক্রান্ত করতে পারে যত জনকে

পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস ঠেকাতে বিশ্বের বেশ কয়েকটি দেশ লকডাউন অবস্থায় রয়েছে। সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। কিন্তু অনেকেই তা মানছে না।

যার ফলে দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিচার্সের (আইসিএমআর) এক প্রতিবেদন বলছে, লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় না রাখলে একজন রোগী থেকে ৩০ দিনে ৪০৬ জন আক্রান্ত হতে পারে।

এ প্রসঙ্গে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, ‘যদি একজন ব্যক্তি লকডাউন এবং সামাজিক দূরত্বের নিয়ম না মানেন, তবে ৩০ দিনে তিনি আরো ৪০৬ জনকে আক্রান্ত করতে পারেন। তবে সামাজিক মেলামেশা যদি ৭৫ শতাংশ কমিয়ে আনা যায়, তবে সেই একই ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হতে পারেন কেবল ২ দশমিক ৫ জন ব্যক্তি।’

উল্লেখ্য, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৭৩ জন এবং মারা গেছেন ৮৮ হাজার ৫০৫ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৫৮৯ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে