ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

পরীক্ষার জন্য আরও ৬০ জনের নমুনা বিএসএমএমইউ করোনা ল্যাবে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৮ ২২:১৬:০৮
পরীক্ষার জন্য আরও ৬০ জনের নমুনা বিএসএমএমইউ করোনা ল্যাবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৬৭ জন রোগী ৮ এপ্রিল বিএসএমএমইউ-এর ফিভার ক্লিনিকে সেবা নেন। এরমধ্যে ৫৪ জনের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া বাইরে থেকে আরও ছয় জনের নমুনা সংগ্রহ করে এ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

আজকের (বুধবার) ৬০ জনসহ এখন পর্যন্ত মোট ২০১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানিয়ে দেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিএসএমএমইউ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস ল্যাবরেটরি ৯ এপ্রিল শবে বরাতের ছুটির মধ্যেও খোলা থাকবে বলে জানানো হয় বিএসএমএমইউ’র বিজ্ঞপ্তিতে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে পরিচালিত বিশেষজ্ঞ হেলথ লাইন সেবাও চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে