চট্টগ্রামে ‘হার্ডলাইনে’ পুলিশ
সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গে নগরের সড়কগুলো দখলে নিয়েছেন পুলিশ সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া বের হলেও যে কোনো গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। নগরের ফুটপাত ও দোকানপাটে যে কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করে পাঠানো হচ্ছে বাসায়। মোটরসাইকেলে চড়ে অলি-গলিতে টহল দিচ্ছে পুলিশের টিম। ৬টার পরেও যেসব দোকান খোলা আছে তা বন্ধ করে দিচ্ছেন পুলিশ সদস্যরা। অনেক ক্ষেত্রে এজন্য তাদের আইনের কঠোর প্রয়োগও করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৬টা বাজার ঠিক ১০ মিনিটের মাথায় পুলিশের ৮-১০ জন সদস্যের একটি দল নগরের প্রাণকেন্দ্র চেরাগী পাহাড় এলাকায় এসে রাস্তায় দাঁড়ানো পথচারী, রিকশা ও ভ্রাম্যমাণ দোকানগুলোকে চলে যেতে নির্দেশ দেয়। এসময় পুলিশ সদস্যদের হাতে লাঠি ও মাথায় হেলমেট দেখা যায়। প্রথমে অনেকে বিষয়টিকে হালকাভাবে নিলেও পুলিশি অ্যাকশনের মুখে ঘরে ফিরতে বাধ্য হয় সবাই। এসময় আজাদী গলিসহ আশপাশের যে ক’টি দোকান খোলা ছিল তা পুলিশ সদস্যরা বন্ধ করে দেন। পথচারীদের ঘরের পথ ধরিয়ে মুহূর্তেই ফাঁকা করে ফেলেন চেরাগী পাহাড় এলাকা। পরে পুলিশের আরও বেশ কয়েকটি দল নগরের বিভিন্ন সড়ক ধরে ছড়িয়ে পড়ে।
সাড়ে ৬টার দিকে সেখানে আসেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনসহ শীর্ষ কর্মকর্তারা। এসময় তারা বিভিন্ন গাড়ি তল্লাশি ও আগামীতে সন্ধ্যা ৬টার পর রাস্তায় বেরোতে নিষেধ করেন।
মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা থেকে সিএমপি চট্টগ্রাম মহানগরের প্রবেশের পথগুলো বন্ধ করে দিয়েছে। ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ এখন নগরে ঢুকতেও পারছে না, বেরোতেও পারছে না। এর আগের দিন রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব দোকান, মার্কেট এমনকি নিত্যপ্রয়োজনীয় দোকানও বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ।
এ বিষয়ে সিএমপি কমিশনার মাহাবুবর রহমান জাগো নিউজকে বলেন, বলপ্রয়োগ করে মানুষকে আইন মানানো সম্ভব নয়। তাদের নিজেদেরই সচেতন হতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব দোকান, মার্কেট এমনকি নিত্যপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। চট্টগ্রাম নগরের সব প্রবেশপথ ও বিভিন্ন পয়েন্টে সিএমপির পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুত্রঃ জাগোনিউজ২৪
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- টি-টেন লিগে আকাশ ছোয়া মুল্যে দল পেলেন সৌম্য সরকার, দেখেনিন যে দলের হয়ে খেলবেন
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- যে কারণে সাকিবকে বাতিল ঘোষণা করলো আইসিসি
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার