ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

জ্বর-ডায়রিয়ায় পোশাক শ্রমিকের মৃত্যু, বাড়ি লকডাউন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ২১:৩৯:০৫
জ্বর-ডায়রিয়ায় পোশাক শ্রমিকের মৃত্যু, বাড়ি লকডাউন

স্থানীয় ইউপি সদস্য ও সরাপপুর গ্রামের বাসিন্দা মো. হায়দার আলী জানান, শহিদুল ইসলাম ঢাকা থেকে গত বুধবার (১ এপ্রিল) হাঁচি-কাশি নিয়ে বাড়িতে ফেরেন। এরপর তার জ্বর ও প্রচণ্ড গলা ব্যথা শুরু হয়। একই সঙ্গে পাতলা পায়খানাও হতে থাকে। অবস্থা আশঙ্কাজনক দেখে সোমবার দুপুর ১২টার দিকে তাকে সিরাজগঞ্জের হাটিকুমরুল কেয়ার হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে করোনা আতঙ্কে তাকে চিকিৎসা না দিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। বগুড়ায় যাওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া ওই পোশাক শ্রমিক গত ১ এপ্রিল ঢাকা থেকে ফিরেছেন। তখন থেকেই তার হাঁচি-কাশি ছিল। ধীরে ধীরে গলা ব্যথা ও ডায়রিয়া হয়। সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল মিয়া শোভন বলেন, মৃত ওই পোশাক শ্রমিকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। প্রয়োজনে তার নমুনা সংগ্রহ করা হবে। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে