ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

করোনা পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ২১:০৫:৫৯
করোনা পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানের পাশের ইয়োপোগান শহরে নির্মাণাধীন করোনা পরীক্ষা কেন্দ্রের সামনে রোববার শতাধিক বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেন বিক্ষোভকারীরা।

সোমবার আবারও শতাধিক বাসিন্দা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ ও কেন্দ্রটিতে ভাঙচুর চালান। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভে অংশ নেয়া জোয়েল ব্লেহি বলেন, তারা আমাদের মারতে চায়। আমরা এখানে করোনা পরীক্ষার কেন্দ্র চাই না।

পুলিশের মুখপাত্র চার্লি ম্যাগনে ব্লিউ বলেন, এই কেন্দ্রে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে; এমন ভুল বোঝাবুঝি থেকে সেখানে বিশৃঙ্খলা হয়েছে। এখানে যোগাযোগের ঘাটতি আছে। এই কেন্দ্রটি সেখানকার স্থানীয় বাসিন্দাদের জন্যই তৈরি করা হচ্ছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এছাড়া দেশটির সরকার দোকান-পাট, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আইভরিকোস্টে এখন পর্যন্ত ২৬১ জনকে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন অন্তত ৩ জন। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে