ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাস : অবশেষে মৃত্যুপুরী স্পেনে আশার আলো

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ২০:৫৬:৪৫
করোনা ভাইরাস : অবশেষে মৃত্যুপুরী স্পেনে আশার আলো

করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। ইতালির পর স্পেনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। স্পেনে এখন পর্যন্ত ১৩ হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছে। তবে আশার কথা হলো দেশটিতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে।

টানা চতুর্থ দিনের মতো স্পেনে করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। যা গত সপ্তাহের তুলনায় অর্ধেক। স্পেনের জরুরি স্বাস্থ্য সেবা কমিটির উপপ্রধান মারিয়া জোসে সিয়েরা বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি, এই মহামারির বৃদ্ধির হার প্রায় প্রতিটি অঞ্চলে কমছে।’

দেশটির পররাষ্ট্র মন্ত্রী আরানচা গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত আমরা কোভিড-১৯ সন্দেহভাজন ও সংক্রমিতদের পরীক্ষা করেছি। কিন্তু এই ভাইরাসটি যারা অজ্ঞাতভাবে বহন করছেন, যাদের কোনও লক্ষণ প্রকাশ পাচ্ছে না; তাদের শনাক্ত করার জন্য এখন আমাদের গণহারে পরীক্ষা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশীয় কোম্পানিগুলো তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেছে। প্রত্যেক সপ্তাহে তারা এখন ২ লাখ ৪০ হাজার টেস্টিং কিট উৎপাদন করছে। তবে করোনা চিকিৎসার অন্যান্য সরঞ্জাম এখনো বিদেশ থেকে আনতে হচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে