‘কারখানা বন্ধ হবে আগেই বলতো, ঢাকায় কেন আনলো’
সেন্টার ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কর্মরত লিমা। থাকেন ভাষানটেক তিন নম্বর বস্তিতে। পরিবারের সঞ্চয় বলতে তেমন কিছু নেই। মাস শেষে বেঁচে যাওয়া অর্থ দিয়ে সন্তানের পড়াশোনা চালান। করোনা পরিস্থিতির কারণে গত ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত তাদের কারখানা ছুটি ঘোষণা করে।
দীর্ঘ ছুটি আর রাস্তায় পর্যাপ্ত পরিবহন থাকায় চলে যান গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। গ্রামের বাড়ি যাওয়ার পরই বাঁধে বিপত্তি। বন্ধ হয়ে যায় সব ধরনের পরিবহন।
তিনি বাংলানিউজকে বলেন, গত ৪ এপ্রিল কারখানার সুপারভাইজর তাকে ফোনে বলেন কাল (রোববার) কারখানা খুলবে, সবাইকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে। চাকরি বাঁচাতে সন্তান নিয়ে কোথাও ইজিবাইক, কোথাও পিকআপ কখনও আবার হেঁটে ঢাকায় আসেন। সুযোগ বুঝে ছোট পরিবহনগুলো তিন গুণ বেশি ভাড়া দাবি করে।
এভাবে ঢাকায় এসে টাকা শেষ হয়েছে তার। কারখানাও বন্ধ, এখনও বেতন হয়নি, কবে হবে তাও জানেন না লিমা। বিমর্ষ অবস্থায় নিজ বাসাতেই বসে আছেন তিনি।
একই কথা জানান এ বস্তিতে বসবাস করা টাঙ্গাইলের হাসিনা, মরিয়ম, কিশোরগঞ্জের সুমন ও জামালপুরের হালিমা। পরিবহন না থাকায় ঢাকায় আসতেই সব টাকা শেষ হয়েছে তাদের।
তাদের বক্তব্য, কারখানা বন্ধ করলে আগেই বলতে পারতো, কেন ঢাকায় আনা হলো।
তবে অনেক কারখানার শ্রমিকরা আবার আগেই পেয়েছেন বেতন। পরিবারের সঙ্গে বেশ সুখেই কাটছে সময়। এমনই এক কন্যা সন্তানের মা মরিয়ম। অনেক আগেই তার স্বামী তাদের ছেড়ে চলে গেছে। তিনি কাজ শুরু করেন ইটন ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টসে। সপ্তাহে ছয় দিন অফিস করেন, কারখানায় কাজের চাপ বেশি হলে শুক্রবারও কাজ করতে। অবশ্য এজন্য ওভারটাইম পান তিনি।
এ সময়ে তার মা তার মেয়ের দেখাশোনা করেন। ঠিকমতো সন্তানকে সময় দেওয়া হয় না। এবার করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয় কারখানা। সেদিনই পুরো মাসের বেতন দিয়েছে ইটন ফ্যাশন। মাসের আগেই চাকরির টাকা আর সন্তানকে নিয়ে ভালো সময় কাটছে তার।
স্বপ্না কাজ করেন ওনার্স গার্মেন্টসে। তাদেরও গত ২৬ মার্চ থেকে ছুটি হয়েছে। এখন তিনি স্বামী-সন্তানকে সময় দিচ্ছেন। কোথাও ঘুরতে যাওয়ার সাহস না করে সারাক্ষণ পরিবারটির সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি বলেন, আগামী ৭ তারিখের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।
অন্যদিকে যেসব কারখানা চালু আছে সেখানে রয়েছে পর্যাপ্তসংখ্যক স্যানিটাইজার, পর্যাপ্ত বিশুদ্ধ পানি আর সচেতনতা বিষয়ে নানা দিকনিদের্শনাতো আছেই। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করাছেন সাব কন্ট্রাক্টের কারখানাগুলো। সেখানেও করোনারোধে নানা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্ধ হওয়া কারখানা শ্রমিকদের বাসায় নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান। তিনি বলেন, কারখানা যতদিন বন্ধ থাকবে সময়টা আপনারা নিজ নিজ বাসায় নিরাপদে অবস্থান করুন, যথাসময়ে বেতন পাবেন।
বাসায় অবস্থানরত শ্রমিকদের বাসায় জীবাণুনাশক ওষুধ প্রয়োগসহ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের।
শ্রমিক নেতা আবুল হোসেন বলেন, মাঝপথে কারখানা বন্ধ ঘোষণা করা সঠিক সিদ্ধান্ত নয়, বন্ধের চেয়ে চালু রাখা ভালো ছিল। শ্রমিকদের বাসায় একাধিক সদস্যের বসবাস, কার কাছ থেকে কে আক্রান্ত হবে বলা কঠিন। এখন সরকার, স্থানীয় সরকারের উচিত হবে শ্রমিকদের বাসায় জীবাণুনাশক ওষুধ ছিটানো। আর আইনশৃংখলা বাহিনীর উচিত হবে সবাই যাতে বাসায় নিরাপদে অবস্থান করতে পারে এটার নিশ্চয়তা দেওয়া।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্বা লাফ, দেখেনিন আজকের রেট কত
- সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গ্রেফতার, বেরিয়ে আসলো আসল তথ্য
- ব্রেকিং নিউজ: চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল....
- আজ ৬/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- আজ ৭/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্বা লাফ, দেখেনিন আজকের রেট কত
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
- কমতেই আছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- সাব্বিরের অবস্থা ভ য়া ব হ : স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির
- ব্রেকিং নিউজ : দেশে ফিরছেন শেখ হাসিনা, দেশজুড়ে চাঞ্চল্য, বেরিয়ে এলো আসল সত্য
- আজ ৬/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- শেষ হলো বৈঠক, বিসিবিকে সিদ্ধান্ত জানালেন তামিম
- হুহু করে বাড়ছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: ব্যাপক হারে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত