ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কেউই সুস্থ হননি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ১৮:৩০:৩৬
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কেউই সুস্থ হননি

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, রাজধানীসহ ১৫ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী রাজধানীতে। এরপর নারায়ণগঞ্জে। এর আগে অন্য এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনিবার ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরদিন এ সংখ্যা দ্বিগুণ বেড়ে ১৮ জনে দাঁড়ায়। সোমবার দুপুরে এ সংখ্যা পৌঁছায় ৩৫। প্রথম রোগী শনাক্তের এক মাসে দেশে আক্রান্তের সংখ্যা তিন অঙ্কের কোটায়।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর। এ সময় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ৩ জনের মৃতের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ্ হননি জানিয়ে স্বাস্থ্য অধিদফতর সবাই সচেতন থাকার আহ্বান জানায়।

এরআগে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত জরুরি বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ৩০ দিন দেশের জন্য ঝুঁকিপূর্ণ।

করোনা প্রতিরোধে জাতীয় কমিটির প্রধান হলেও সংশ্লিষ্ট বৈঠকগুলোতে তাকে ডাকা হয় না বলেও এ সময় দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে