ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিক্রির জন্য নেয়া হচ্ছিল ১০২ বস্তা ভিজিডির চাল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ১৬:২৭:৩৫
বিক্রির জন্য নেয়া হচ্ছিল ১০২ বস্তা ভিজিডির চাল

ভিজিডির চাল জব্দ করার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (৬ এপ্রিল) সকালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার তিলকপুর বাজরের খোতের মোড় এলাকা থেকে খাদ্য অধিদফতরের ৩০ কেজি ওজনের ১০২ বস্তা চাল উপজেলার রায়কালী বাজারে পৌঁছে দেয়ার কথা বলে ৮০০ টাকায় ভটভটি ভাড়া করা হয়েছিল। রায়কালী বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে তিলকপুর-বেড়াগ্রাম এলাকায় স্থানীয়রা চালসহ ভটভটিকে আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে চালসহ ভটভটি জব্দ করে চালক তিলকপুর ইউনিয়নের উত্তর বিষ্ণপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুবজ হোসেন (৪০) ও তার সহকারী একই গ্রামের আবদুস সালামের ছেলে সেলিম হোসেনকে (১৮) আটক করে থানায় নিয়ে যায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চালের মালিক একই উপজেলার ভাঁটকুড়ি গ্রামের আফতাব হোসেনের ছেলে নাছিম মন্ডল (৩৩) এবং রায়নগর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে (৩৫) আটক করে পুলিশ।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তিলকপুর থেকে আনার পথে ১০২ বস্তা ভিজিডির চালসহ ভটভটিটি আটক করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। ভটভটিটি ভাড়ায় আনার জন্য চালক ও হেলপারকে ছেড়ে দেয়া হয়েছে। চালের মালিক নাছিম ও দেলোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, চাল জব্দ করার খবর পাওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও সমবায় কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল বলেন, তদন্ত কমিটির তিন সদস্যের মধ্যে আমাকেও দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ ভিজিডির চাল জব্দ করেছে বলে শুনেছি। এই চালগুলো কোথা থেকে আসল, কারা নিয়ে এল তা তদন্ত করে বের করা হবে। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে