ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় জ্বর-সর্দি নিয়ে মালয়েশিয়াফেরত যুবক আইসোলেশনে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ১৬:০৫:১২
সাতক্ষীরায় জ্বর-সর্দি নিয়ে মালয়েশিয়াফেরত যুবক আইসোলেশনে

ওই যুবক সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না বলে জানা গেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার জানান, মালয়েশিয়া ফেরত এই যুবক গত বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। তবে শ্বাসকষ্ট কম আছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জয়ন্ত কুমার সরকার বলেন, সর্দি, কাশি ও জ্বর নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ওই যুবক দেড় মাস আগে মালয়েশিয়া থেকে সাতক্ষীরায় ফিরেছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না।

সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে সাতক্ষীরায় ফিরে আসা ৩ হাজার ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার মধ্যে দুই জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। ১০ জনের রিপোর্ট এখনও বাকি রয়েছে। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে