ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

করোনায় আক্রান্ত ছিলেন মৌলভীবাজারে জ্বর-সর্দি নিয়ে মৃত ব্যক্তি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ১১:০৪:২৬
করোনায় আক্রান্ত ছিলেন মৌলভীবাজারে জ্বর-সর্দি নিয়ে মৃত ব্যক্তি

অথচ ওই ব্যক্তির মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাস জানিয়েছিলেন, মৃত ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের প্রকট কোনো লক্ষণ ছিল না।

এর মধ্য দিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হল। জেলা সিভিল সার্জন বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, ওই ব্যক্তি মৃত্যুর আগে কোনো প্রবাসীর সংস্পর্শে যাননি। তার মানে তিনি হয়তো কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হয়েছেন, যা সত্যিই আশঙ্কজনক। মৃত্যুর পর ওই ব্যক্তির পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন তা আরো জোরদার করা হবে।’

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই ব্যক্তি বাস করতেন রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে। পেশায় ছিলেন মুদি দোকানি। মারা যাওয়ার আগে বেশ কয়েকদিন সর্দি-জ্বরে ভুগলেও চিকিৎসকের কাছে যাননি। করোনার ভয়ে পরিবারের লোকজনও বিষয়টা চেপে যায়।

সুত্রঃ ২৪লাইভনিউজপেপার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে