ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৪ দিনেও নমুনা রিপোর্ট দেয়নি আইইডিসিআর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৬ ০১:২৮:৫৪
৪ দিনেও নমুনা রিপোর্ট দেয়নি আইইডিসিআর

তিনি গতকল রোববার গণমাধ্যমকে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়ার কথা থাকলেও তার বিলম্বে জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আইইডিসিআরে ফোন দেওয়া হলেও তাদের কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই কোনো কুল কিনারা না পেয়ে নিজেদের মতামতেই রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ১৪ জনের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার দুদিন পরে ৪ এপ্রিল আরও আট জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ ছাড়া গতকাল রোববারও ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভোলা সদরে পাঁচ জন, দৌলতখানে দুজন, তজুমুদ্দিনে চারজন ও চরফ্যাশন উপজেলায় এক জনের নমুনা রয়েছে। এ জেলার এখন পর্যন্ত মোট ৩৪ জনের করোনা সন্দেহের নমুনার রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে।

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি বলেন, ‘খুব তাড়াতারি কিভাবে করোনা সন্দেহে রোগীদের কাছ থেকে সংগ্রহীত নমুনার ফলাফল পাওয়া যায় তার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলছি। সামনে যেন বিলম্বিত না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।’সুত্র: dainikamadershomoy

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে